Tuesday, October 6, 2015

‘ মাত্র ১৫ সেকেন্ড জান্নাতের নিশ্চয়তা ’

ইমাম নাসাঈ ও ইবনে সুন্নী রাহমাতুল্লাহি আলায়হিমা কর্তৃক বর্ণিত হাদীছ শরীফে হযরত আবূ উমামাহ রাদিয়াল্লাহু তা’আলা থেকে বলা হয়েছে, রহমতে আলম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামায শেষে কুরআন শরীফের সর্ববৃহৎ আয়াত তথা আয়াতুল করসী যে ব্যক্তি তিলাওয়াত করবে তার জন্য জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোন বাধা থাকবে না। অর্থাৎ মৃত্যুর পরেই তার স্থান হবে জান্নাত। এই আয়াত একবার পড়তে সময় লাগে মাত্র পনের সেকেন্ড।

সুবহানাল্লাহ !

কতো মহান আল্লাহ !

মাত্র পনোরো সেকেন্ডের শ্রম ! সরাসরি জান্নাত !

যে কোন মুসলিম নর-নারী নিয়মিত এই আমল করে নিজেকে জান্নাত বাসীদের অর্ন্তভূক্ত করতে পারে না?

আল্লাহ তা’আলা রাজি থাকলে নিশ্চয় পারে।

আল্লাহ তা’আলা সমস্ত মুসলমানকে তাওফীক দান করুক। তিনিই একমাত্র তাওফীকের মালিক। তারই দেয়া শক্তিতে আমরা সবকিছু করি।

পড়ুন একবার আল্লাহ তা’আলার পরিচয় বিশিষ্ট অতীব গুরুত্বপূর্ণ সেই আয়াতুল করসী >>>>>


আরবি ভাষায়

اللّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيم


উচ্চারণ

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।


বাংলা অনুবাদ

আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনিই চিরঞ্জীব; যাবতীয় সবকিছুর ধারক । তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় । আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর । কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া ? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন । তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন । তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে । আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয় । তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান ।

No comments:

Post a Comment